Opu Hasnat

আজ ১৯ জুলাই শুক্রবার ২০২৪,

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ চুয়াডাঙ্গা

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাস চাপায় কামরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। কামরুল ইসলাম যশোর কোতয়ালী থানার নাজির শংকরপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা তেতুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কামরুল ইসলাম মোটরসাইকেল যোগে দর্শনা দিকে আসছিল। সে দর্শনা তেতুলতলা নামক স্থানে পৌছালে অপর মোটরসাইকেচালক  উপজেলার মদনা গ্রামের আফতাব হোসেনের ছেলে নেন্টু (৫০) তাকে পিছনদিক থেকে ধাক্কা দিলে উভয় পিচ সড়কের উপর ছিটকে পড়ে। এসময় চুয়াডাঙ্গা গামি যাত্রীবাহী বাস দোয়েল নং ঢাকা মেট্রো ব (১৪-১৯৫০) তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যান। অপর মোটরসাইকেল চালক নেন্টু গুরুতর আহত হন। স্থানীয়রা আহত নেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। থানা পুলিশ বাসটি কে আটক করলে ও চালক পালিয়ে যায়।

দর্শনা থানার অফিসার ইন চার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।