Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুবি শিক্ষক সমিতি : সভাপতি নন্দী, সাধারণ সম্পাদক মোসাদ্দেক শিক্ষাকুমিল্লা

কুবি শিক্ষক সমিতি : সভাপতি নন্দী, সাধারণ সম্পাদক মোসাদ্দেক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ১১৭ ভোট পেয়ে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। তিনি পেয়েছেন ১১৫ ভোট।

সোমবার রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এ ফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউসার আহমেদ পাটওয়ারী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার।

উল্লেখ্য, ২০২১ সালের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনেও বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে।