Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ভৈরব নদীতে অভিযান অবৈধ বাঁধ অপসারণ, ব্যবহৃত জাল পুড়িয়ে দিল প্রশাসন চুয়াডাঙ্গা

ভৈরব নদীতে অভিযান  অবৈধ বাঁধ অপসারণ, ব্যবহৃত জাল পুড়িয়ে দিল প্রশাসন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভৈরব নদীতে দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত  অভিযান চালিয়ে এই অবৈধ বাঁধ অপসারণ ও ব্যবহৃত জাল  পুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার ভৈরব নদীর বুকে কিছু অসাধু মাছ শিকারী ভৈরব নদীতে অবৈধ বাঁধ দিয়ে জাল পেতে মাছ ধরে অসছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, দামুড়হুদা মৎস্য অফিসার আইয়ুব আলী সহ ৫ জন পুলিশ সদস্য নিয়ে ভৈরব নদীতে অভিযান চালায়। এ সময় অসাধু মাছ শিকারীরা ভৈরব নদী থেকে পালিয়ে যায়। সুবলপুর ভৈরব নদীর ঘট থেকে কার্পাসডাঙ্গা ব্রিজ পর্যন্ত  ৬ টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয় ও তাদের ব্যবহৃত জাল উদ্ধার কৃত পুড়িয়ে দেওয়া হয়েছে।