Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র ৫০ বছর পূর্তি, মোরেলগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে সভা বাগেরহাট

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র ৫০ বছর পূর্তি,  মোরেলগঞ্জে  ধর্মীয় নেতাদের নিয়ে সভা

শিশু কল্যাণসহ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকে ওয়ার্ড ভিশন বাংলাদেশ এ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিসেবে সংস্থাটি বিশ্ব জুড়ে তাদের এই মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  এ সংস্থাটির মোরেলগঞ্জ  এপি অত্র এলাকায় শিশু কল্যাণ  নিশ্চিত করার লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য  উন্নয়ন, শিশুদের সুরক্ষা  ও অধিকার প্রতিষ্ঠা  ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র ৫০ বছর পূর্তি উপলক্ষে  রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে  বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী মিম কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি'র উদ্যোগে স্থানীয় ধর্মীয় নেতাদের নিয়ে এক কর্মসূচি পালন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ  এপি'র ব্যবস্থাপক লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইসলামিক ফাউন্ডেশনের  চ্যানেল অব হোপ কমিটির মোরেলগঞ্জ  উপজেলা  শাখার সভাপতি  মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা আল আমিন, হিন্দু পুরোহিত সুধাংশ চক্রবর্তী, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ শামীম আহসান মল্লিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ প্রোগ্রাম অফিসার  মোঃ নিজাম উদ্দিন,  লাকি হালদার, স্বপন হালদার, রাফায়েল রায় প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয়  এ প্রতিনিধিদের  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ' তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ভিডিও প্রদর্শনী দ্বারা অবহিত করে।