Opu Hasnat

আজ ২৩ মে সোমবার ২০২২,

মাগুরায় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ মাগুরা

মাগুরায় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ

হিন্দু সম্প্রদায়ের উপর দেশ ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নৃশংস হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাগুরা নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ এর ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস, মাগুরা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক রাজেশ গোপাল।

সমাবেশে বক্তারা অবিলম্বে দেশ ব্যাপী সনাতন ধর্মালম্বীদের ধর্ম পালন ও নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।