Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি প্রদান রাজবাড়ী

রাজবাড়ীতে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি প্রদান

“আমার মাটি আমার মা বিলিন হতে দেব না” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল ও পথসভার নেতৃত্ব দেন ও বক্তৃতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি।

অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু প্রমুখ।

এ সময় বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের কারনেই এ বছর রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তাই অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধের জোর দাবী জানান তিনি।

এরপর জেলা প্রশাসক দিলসাদ বেগমের হাতে স্মারকলিপি তুলে দেন তিনি। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারীভাবে নিয়ম মেনে রাজবাড়ীর ৫ টি বালি মহাল ইজারা দেওয়া হয়। এর বাইরে যারাই বালি উত্তোলন করবে তারাই অবৈধ। অবৈধ বালি উত্তোলন ও অবৈধ বালির চাতাল পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। আমরা মাঝে মাঝেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। জেল জরিমানা প্রদান করছি।