Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

চাঁদপুরে বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা চাঁদপুর

চাঁদপুরে বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

চাঁদপুরে বুধবার (০৬ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, চাঁদপুর জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এর সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে জেলার সদর উপজেলার পুরান বাজার  এলাকায় বাজার  তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার  বিরোধী বিভিন্ন অপরাধে মীম বেকারিকে ৩০০০ টাকা ও পাঁচতারা বেকারিকে ৩০০০ টাকা সর্বমোট  ৬,০০০ টাকা  জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব প্রতিনিধি বিপ্লব সরকার। সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেন চাঁদপুর জেলার পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তদারকি টিম।