Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

এমপি মমতাজের মা উজালা বেগমের ইন্তেকাল মানিকগঞ্জ

এমপি মমতাজের মা উজালা বেগমের ইন্তেকাল

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দেশ বরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নেরপূর্ব ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে বাদ আছর নামাজে জানাজা শেষে স্বামী মধু বয়াতির কবরের পাশেই দাফন করা হয়।

তার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর  শোক জানিয়েছেন।

 

এই বিভাগের অন্যান্য খবর