Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পদ্মায় জেলের জালে ৩৫ কেজি’র বাগাইড় রাজবাড়ী

পদ্মায় জেলের জালে ৩৫ কেজি’র বাগাইড়

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩৫ কেজি ১৫০ গ্রাম। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জেলে নুরু হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে বিক্রির জন্য আড়তে নিয়ে আসলে উৎসুক জনতা ভীর করে।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, সোমবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে পদ্মায় জাল ফেলে জেলে নুরু হলদার। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জালে টান পরলে দ্রুত জাল টেনে তুলেন তারা। পরে মাছটিকে আড়তে নিয়ে আসলে সকল মাছ ব্যাবসায়ীর অংশ গ্রহনে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়ে ঢাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট  ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন প্রতিদিনই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এর আগে গত রবিবার ২০ কেজি ওজনের একটি বোয়াল ও শনিবার ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরে। পদ্মায় এমন বড় বড় আকৃতির মাছ ধরা পরায় স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে বলেও জানান তিনি।