Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সৈয়দপুরে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন নীলফামারী

সৈয়দপুরে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন

পাখি বাঁচাও প্রকৃতি বাঁচাও  এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী সৈয়দপুর উপজেলায় গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সৈয়দপুর প্লাজাস্থ নিজস্ব  কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। দ্বি বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নূর মোহাম্মদ,  সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা জি. এম. কামরুল হাসান।

সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার  প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনকে সভাপতি আহসান হাবীব জনি কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরো যারা আছেন সহ-সভাপতি বিথি ইসলাম, সহ-সভাপতি খুরশিদ জামান কাকন, সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ কুরবান আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, যুব বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, কার্যকরী সদস্য মোঃ নাঈমুল ইসলাম নয়ন,  কার্যকরী সদস্য মোঃ সুমন  কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত, কার্যকরী  সদস্য মোরসালীন প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কতৃক নিবন্ধিত,  সেতুবন্ধন পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রত্যয়ে ২০১৩ সাল থেকে গাছে গাছে কলস বেধে দিয়ে আসছে পুরো সৈয়দপুর ব্যাপী।