Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

খুতবার আগের আজানকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১ কুমিল্লা

খুতবার আগের আজানকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় খুতবার আগে আজান দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম আবু হানিফ খান (৩৮)। তিনি উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। গুরুতর আহতরা হলেন-একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে জুম্মার বয়ান শেষে মোয়াজ্জিন খুতবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে বিভক্তি (সুন্নি ও রেজভি) দেখা দেয়। এ সময় রেজভি ভক্তরা দাবি করেন, মসজিদের বাইরে খুতবার আজান দিতে হবে। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। ।

এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হানিফ খানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়।

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।