Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

কালকিনিতে বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক মাদারীপুর

কালকিনিতে বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় এক মাসে তিনবার বোমা বিস্ফরনের ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হঠাৎ করেই কালকিনি উপজেলার সিডিখান এলাকার সুজন পেদার ঘরে বোমা বিস্ফরনের ঘটনা ঘটে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। স্থানীয়দের দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই একটি পক্ষ বোমা বিস্ফরন ঘটিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এদিকে বোমা বিস্ফরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ভিডিওতে দেখা যায় একটি বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে। সাধারণ মানুষের চিৎকার চেচামেচি দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা সমশের আজাদ বাবুল বলেন, ‘প্রায় এক মাসের ব্যবধানে তিনবার আমাদের এলাকায় বোমা বিস্ফরনের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য বার বার বোমা বিস্ফরনের ঘটনা ঘটছে। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। আমরা হত্যাকান্ড বা মারামারি চাই না। আমরা শান্তিপূর্নভাবে বসবাস করতে চাই।’

এব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘স্থানীয় দলাদলীর কারনেই এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট আছে। তবে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’