Opu Hasnat

আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১,

সুনামগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জয়নাল আবেদীন সুনামগঞ্জ

সুনামগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জয়নাল আবেদীন

সুনামগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জয়নাল আবেদীন। মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স মিলনায়তনে এক সভায় মনোনীত হন তিনি। কল্যাণ সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান প্রমুখ।

জানা গেছে, মাসিক কল্যাণ সভায় আগস্ট-২০২১ মাসের সার্বিক পারফরম্যান্সের উপর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হন অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জয়নাল আবেদীন। তিনি সুনামগঞ্জ সদর সার্কেলের অধীনে গত আগস্ট-২০২১ মাসে চোরাই যাওয়া একটি অটো রিকশা উদ্ধার, ৯ টি মোবাইল সেট উদ্ধার, চোরাই যাওয়া নগদ ৩০ হাজার টাকা, চোরাই যাওয়া ৭ টি গরু উদ্ধার করেন। এছাড়া চোরাচালান কৃত ২৯০ বোতল অফিসার চয়েজ উদ্ধার, ৯৪০ বোতল এলোভেরা জেল আটক ও এক হাজার ৯'শ ৫০ কেজি মটর শুটি জব্দ করেন।