Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

প্রধানমন্ত্রীকে কাছে এসএমএস করে ঘর পেল প্রতিবন্ধি বাবুল মিয়া মাগুরা

প্রধানমন্ত্রীকে কাছে এসএমএস করে ঘর পেল প্রতিবন্ধি বাবুল মিয়া

শেখ হাসিনার অঙ্গীকার সবার জন্য বাসস্থানের অধিকার, গৃহহীনে গৃহদান শেখ হাসিনার অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধি বাবুল মিয়া এস এম এস করায় প্রধানমন্ত্রী সদয় হয়ে ১ টি ঘর প্রদান করেছেন। ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধি বাবুল মিয়ার মানবিক আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সদয় হয়ে মাগুরা জেলা প্রশাসককে সরকারী জায়গায় ঘর নির্মান করে প্রতিবন্ধী বাবুলের কাছে হস্তান্তর করার আদেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলঙ্গ সরকারী ২ শতক জমির উপর ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে ২ কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন শেড নির্মান করে প্রতিবন্ধী বাবুল মিয়ার কাছে জমির দলিলশহ আজ হস্তান্তর করেন। বাড়ীটিতে ২ টি করে শয়ন কক্ষ, ১ টি সৌচাগার ও ১ টি করে রান্নাঘর রয়েছে। এ সময় মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির উপসি'ত ছিলেন। ঘর ও জমি পেয়ে প্রতিবন্ধি বাবুল মিয়া খুব খুশি হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন। ফলে ভূমিহীন ও গৃহহীন বাবুল মিয়া ও তার পরিবার আবাসস'ল লাভের সুবিধা পেয়েছে।