Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাগুরায় মাছের পোনা অবমুক্ত মাগুরা

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাগুরায় মাছের পোনা অবমুক্ত

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাগুরা সদর উপজেলায় বৃহস্পতিবার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাগুরা সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা জেলা মৎস্য অফিসার আনোয়ার কবীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরিফ হাসান সোহাগ ও মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রানী বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জানানো হয় চলতি মৌসুমে মাগুরা সদর উপজেলায় বিভিন্ন পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূলের ৫৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমূক্ত করা হবে। বক্তাগন মৎস্য চাষ সম্প্রসারন ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে গুরুত্বারোপ করে বক্তৃতা করেন।