Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

আরো বিলাসি আঙ্গিকে বাজারে এল বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ অর্থ-বাণিজ্য

আরো বিলাসি আঙ্গিকে বাজারে এল বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ

নিজেদের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে এবার আরো বিলাসবহুল এক রূপে বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। ট্রেন্ডিং আইশ্যাডো থেকে অনুপ্রাণিত হয়ে বার্জার নিয়ে এসেছে অভিনব লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা ব্যবহারকারীদের দেয়ালকে দিবে মেটালিক এবং গ্লসি ইফেক্ট। 

চোখের মেকওভারকে ঘিরে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ থেকে উৎসাহিত হয়েই বার্জার এর লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে একটি দূর্দান্ত রূপে উপস্থাপন করেছে, যাতে গ্রাহকরা এবার তাদের ঘরের দেয়ালেই ঝলমলে মেকআপের সৌন্দর্য এবং গ্ল্যামারকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন। 

বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ বাড়ির অভ্যন্তরীণ দেয়ালে প্রয়োগের জন্য শ্রেষ্ঠ মানের ওয়াটার-বেজড মেটালিক ফিনিশ কোটিং। এর চকচকে গ্লিটার উপাদানের সাথে সিল্কের নজরকাড়া আবেদনের সংমিশ্রণ একদিকে যেমন আপনার নান্দনিক রুচিকে প্রতিফলিত করবে, সেই সাথে আপনার বাড়ির নিজস্ব একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করতেও সহায়তা করবে।

বাজারে এ জাতীয় সকল পণ্যের মধ্যে বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ একেবারেই অনন্য, প্রিমিয়াম এবং এর স্বকীয়তার কারণে আলাদা করে চোখে পড়ার মত। এর অসংখ্য বৈশিষ্ট্য এবং সুবিধার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ পেইন্টের ক্ষেত্রে মেটালিক ফিনিশ-সহ বিশেষ গুণগত মান, শতকরা ৯৯.৯ ভাগ মাইক্রোবিয়াল রিডাকশন-সহ স্বাস্থ্যসুরক্ষা প্রলেপ, দীর্ঘস্থায়িত্ব, বিশুদ্ধ এক্রেলিক পলিমার-সহ পানি-নির্ভর পেইন্ট, বায়ুবাহিত ধূলোময়লা এবং তেল নিরোধ সক্ষমতা, অ্যালকালাই এবং এফ্লুরোসেন্স প্রতিরোধ ক্ষমতা, সাবস্ট্রেট পেনেট্রেশন এবং টপকোড অ্যাডহেশন।

বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশের এমন অনন্য সব বৈশিষ্ট্যের সংযোজন ব্যবহারকারীদের জীবনে নিয়ে আসবে স্বাচ্ছন্দ্য, কারণ এর ফলে তারা খুব সহজেই দেয়াল থেকে সব ধরণের দাগ পরিষ্কার করতে পারবেন। এটি দেয়ালের উজ্জ্বল দীপ্তিময়তাকে বছরের পর বছর অটুট রাখতে সাহায্য করে। এর উচ্চ স্ক্রাব-রেজিস্টেন্স প্রপার্টি’র কারণে বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ ব্যবহৃত দেয়ালগুলো পানি বা সাবান-পানির মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলা যায়, যা গ্রাহকদেরকে দেয়ালের চকচকে ধাতব রূপটিকে একটি লম্বা সময়ের জন্য উপভোগ করার স্বাধীনতা দেয়।

এই বিভাগের অন্যান্য খবর