Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকায় বজ্রপাতে ১৬ জন বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে পাকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নৌকার ঘাটে এ ঘটা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন এবং পাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরসহ প্রায় ২০ থেকে ২৫ জন। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝ নদীতেই এ ঘটনা ঘটে। মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, ‘পুলিশ সুপার বিষয়টি অবগত আছেন। তিনি ঘটনাস্থলে পরিদর্শন করার জন্য রওয়ানা হয়েছেন।’