Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে ভোক্তা অধিকারের অভিযান নেত্রকোনা

দুর্গাপুরে ভোক্তা অধিকারের অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৯টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা জরিমান আদায় করেন। রোববার দুপুরে পৌরশহরে এ অভিযান চালানো হয়।

এ নিয়ে পুরাতন মূল্য তালিকা, ওষুধের দোকানে ফ্রি ওষুধ রাখা ও নিম্নমানের খাবার তৈরি, দোকানে নিষিদ্ধ পলিথিন রাখা সহ নান কারণে এই জরিমানা আদায় করেন, ভোক্তা অধিকার দপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম। এ সময় এ কাজে সহায়তা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও দুর্গাপুর থানা পুলিশ।

সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।