Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সিংগাইরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে বিআরডিবির প্রণোদনা চেক বিতরণ মানিকগঞ্জ

সিংগাইরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে বিআরডিবির প্রণোদনা চেক বিতরণ

“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিংগাইর উপজেলায়  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করে। সোমবার বিকেল ৩ টার দিকে বিআরডিবির নিজ কার্যালয়ের হলরুমে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি মানিকগঞ্জের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আজাদুর রহমান। এছাড়া উপজেলা বিআরডিবির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী পল্লী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

সিংগাইর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইব্রাহিম হোসেন বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা ঘোষনা করেন। সেই প্যাকেজের আওতায় উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋনের চেক বিতরণ করা হয়।