Opu Hasnat

আজ ২ মে বৃহস্পতিবার ২০২৪,

লড়াই করে অলিম্পিক থেকে রোমান সানার বিদায় খেলাধুলা

লড়াই করে অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

লড়াই করে টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হেরে যান ৪-৬ ব্যবধানে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দ্বিতীয় রাউন্ডের খেলায় ক্রিসপিনের মুখোমুখি হন সানা। প্রথম সেটে ২৬-২৫ ব্যবধানে জিতে শুরু করেন খেলা। কিন্তু পরের দুই সেটে হেরে যান ২৫-২৮ ও ২৭-২৯ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে ২৭-২৬ ব্যবধানে জিতে সমতা আনেন বাংলাদেশের এই আর্চার।

চার সেট শেষে পয়েন্ট ৪-৪ হওয়াতে পঞ্চম ও শেষ সেট রূপ নেয় ফাইনালে। কিন্তু এই সেটে মাত্র ১ পয়েন্টের জন্য হেরে যান রোমান। পঞ্চম সেট শেষ হয় ২৫-২৬ ব্যবধানে। মাত্র ১ পয়েন্টের জন্য কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি।

এর কিছুক্ষণ আগেই আর্চারির এলিমিনেশনসের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন। তিনি জয় পান ৭-৩ ব্যবধানে।

এর আগে র‍্যাংকিং রাউন্ডে পুরুষ ইভেন্টে বিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে লড়াই করে  সানা ১৭তম স্থানে টিকে ছিলেন। যদিও শুরুর দিকে তিনে ছিলেন শীর্ষ দশে।