Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা বাগেরহাট

অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের উপর অভিমান করে আশরাফুল (১১) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, আশরাফুল উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পঞ্চকরণ গ্রামের নকিব খলিফার ছেলে এবং পঞ্চকরণ মুন্সিবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। শনিবার সকালে খাবার খাওয়াকে কেন্দ্র করে মায়ের উপর অভিমান করে আশরাফুল ঘরের আঁড়ার সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের মা তখন বাইরে কাজ করছিল। মুদি দোকানি বাবা নকিব খলিফা ঘটনার সময় দোকানে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে বাগেরহাট মর্গে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামালা রেকর্ড হয়েছে বলেও পুলিশ জানায়।

 

এই বিভাগের অন্যান্য খবর