Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর রবিবার ২০২১,

ব্রেকিং নিউজ

মুজিববর্ষের ঘর গুলোতে ঈদ উপহার দিলেন ইউএনও নেত্রকোনা

মুজিববর্ষের ঘর গুলোতে ঈদ উপহার দিলেন ইউএনও

 

‘‘দ্বীন-দুঃখীনির মুখে আজ ফুটবে সুখের হাসি-তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি’’ এই প্রতিপাদ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মুজিববর্ষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। মঙ্গলবার দুপুরে কৃষ্ণেরচরের আবাসন এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়।

 জেলা প্রশাসনের নির্দেশনায় সেমাই, চিনি, দুধ ও নুডুলস সহ অন্যান্য সামগ্রীর প্যাকেট মুজিববর্ষ উপলক্ষে প্রাপ্ত ঘরগুলোতে বসবাসরত প্রতিটি ঘরে এবং ৩৩৩ নম্বরে কল দেয়া পরিবারে এ সামগ্রী পৌছে দেয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।  

ইউএনও রাজীব যুগান্তর কে জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে মানুষকে এক জায়গায় জড়ো না করে ঈদের আনন্দ ভাগ করে নিতে, ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছি। অসহায়দের মুখে একটু হাসি ফোটানোই উপজেলা প্রশাসনের লক্ষ্য। সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসন থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।