Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১,

বড়াইগ্রামে কর্মহীন ২ শতাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান নাটোর

বড়াইগ্রামে কর্মহীন ২ শতাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কর্মহীন দুই শতাধিক পরিবহন শ্রমিকদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 'খাদ্য সামগ্রী' প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী মিনিকেট চাল, ডাল, তেল, লবন, চিনি, চিড়া, নুডুলস প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী, সাধারন সম্পাদক জলিল প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।