Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১,

খাগড়াছড়িতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা লামকুপাড়ায় বিষাক্ত সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার রামগড়ে সাপের কামড়ে তাহমিনা আক্তার (১১) এর মৃত্যু হয়। নিহত শিশু সে দক্ষিন লামকু পাড়া এলাকার মো: আবু তাহের এর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগড় উপজেলা ১নং ইউনিয়নের দক্ষিন লামকুপাড়া এলাকায় গত মঙ্গলবার তাহমিনা আক্তার নামের শিশুটিকে সাপ কামড় দেয়। সাপের কামড়ে সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে স্থানীয় কবিরাজ এর চিকিৎসা নেয় শিশুটির পরিবার। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরের পর তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে বলে সূত্রটি নিশ্চিত করে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রতিক সেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাহমিনা নামের এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

 

এই বিভাগের অন্যান্য খবর