Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

খাগড়াছড়িতে বিএনপি’র করোনা হেল্প সেন্টার চালু খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিএনপি’র করোনা হেল্প সেন্টার চালু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ ভূইয়া, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর নোমান।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, এ হেল্প সেন্টারের মাধ্যমে করোনা আক্রান্ত জেলাবাসীকে সাধ্যমত অক্সিজেন সাপোর্ট, জরুরী এ্যামবুলেন্স সেবা, ওষুধ এবং অপেক্ষাকৃত দরিদ্র রোগীদের খাদ্য পৌঁছে দেওয়া হবে।