Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

সাংসদ ড. বীরেন শিকদারের করোনা মুক্তি কামনায় মসজিদ-মন্দিরে প্রার্থনা মাগুরা

সাংসদ ড. বীরেন শিকদারের করোনা মুক্তি কামনায় মসজিদ-মন্দিরে প্রার্থনা

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ড. বীরেন শিকদারের আশু রোগমুক্তি কামনা করে মাগুরায় বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য ড. বীরেন শিকদার করোনা পজেটিভ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করে মাগুরা জেলার শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসানালয়ে তার রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়া দরিদ্র লোকদের মাঝে এ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।