Opu Hasnat

আজ ২৭ সেপ্টেম্বর সোমবার ২০২১,

সৈয়দপুর আবাসনে আগুন, পুড়লো ২টি বাড়ি নীলফামারী

সৈয়দপুর আবাসনে আগুন, পুড়লো ২টি বাড়ি

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত উত্তরা আবাসন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।  ওই আবাসন প্রকল্পের ছোট্ট মেয়ে প্লাস্টিকের চেয়ারে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে যায়। ফলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন ও সৈয়দপুর দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। 

সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানো হয়। ফলে পুরো আবাসনটি রক্ষা পায়।

এই বিভাগের অন্যান্য খবর