Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে বিনামুল্যে বীজ বিতরণ কৃষি সংবাদনেত্রকোনা

দুর্গাপুরে বিনামুল্যে বীজ বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ এর আওতায় রোপা ও আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারশত পঞ্চাশ জন প্রান্তিক কৃষদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে স্বাস্থ্যবিধি মেনে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সংসদ সদস্য প্রতিনিধি বিপ্লব মজুমদার উপস্থিত ছিলেন।

ইউএনও রাজীব-উল-আহসান বলেন, কৃষি বান্ধব মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে বই উপহার দিয়ে বিশ্বে রোল মডেল স্থাপন করেছেন, তেমনি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে সারা দেশে মৌসুম শুরু হওয়ার আগেই বিনামুল্যে বীজ বিতরণ ও কৃষি প্রনোদনা দিয়ে বিশ্বে রোল মডেল স্থাপন করেছেন। শিক্ষা ও খাদ্য উৎপাদনে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যহত রাখতে বাংলাদেশ সামনে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।