Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত নড়াইল

নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

নড়াইলে দুই দিনব্যাপি  নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুন) দুপুরে সেমিনারটি শেষ হয়।  শনিবার (১৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। 

নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কারিগরি প্রশক্ষিণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সাংবাদিক রাজু শেখ, স্বপন কুমার দাস, জিয়াউর রহমান জামী প্রমুখ। 

সেমিনারে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ, মুলিয়া ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য,চৌকিদারসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১০০জন অংশগ্রহণ করেন। সেমিনারে উপস্থিত বক্তরা বলেন  বৈদেশিক কর্মসংস্থানের জন্য নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। তাছাড়া প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে সম্মান ও অর্থ দুটোই মিলবে।