Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

খাদ্য সংকটে সৈয়দপুরের গ্রামে বানর লোকালয়ে নীলফামারী

খাদ্য সংকটে সৈয়দপুরের গ্রামে বানর লোকালয়ে

খাদ্য সংকটে পড়ে লোকালয়ে চলে এসেছে জঙ্গলের বানর। শনিবার (১৮ জুন) নীলফামারীর সৈয়দপুরের চৌমহনী ও  পার্বতীপুরের বেলাইচন্ডিতে এসব বানর দেখা মিলেছে। কখনো একা কখনো দলবেঁধে এসব ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।

এলাকাবাসী জানায়, হঠাৎ বানর দেখে তারা হতবাক হয়েছেন। এলাকাবাসী এসব বানরকে খাবার দিচ্ছেন, কেউবা ভয়ে তাড়িয়ে দিচ্ছেন। বানরগুলো দ্রুত স্থান ত্যাগ করছে বলে জানায় তারা। 

পরিবেশ ও পশু-পাখি নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, মুলত খাদ্য সংকটে এসব বানর লোকালয়ে চলে এসেছে। যেসব এলাকায় এসব বানরের দেখা মিলছে সেসব এলাকায় আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। যাতে প্রাণিগুলোর কোন ক্ষতি না হয়।

এই বিভাগের অন্যান্য খবর