Opu Hasnat

আজ ২৭ জুলাই মঙ্গলবার ২০২১,

বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে চা দোকানীর মরদেহ উদ্ধার নাটোর

বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে চা দোকানীর মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে  পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুলিশ তদন্ত  কেন্দ্রের দক্ষিণের  মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় মসজিদের পিছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

কিভাবে বৃদ্ধটির মৃত্যু হল এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত শেষে জানানো যাবে বলেও জানায় পুলিশ। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন পারিবারিক কলহ মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোন কিছু মন্তব্য করতে রাজী হয়নি। লাশ ময়না তদন্তের এর জন্য মর্গে পাঠানো হয়েছে।