Opu Hasnat

আজ ২৪ জুলাই শনিবার ২০২১,

পাইকগাছায় এক বৃদ্ধের পা ভেঙ্গে দিলো স্ত্রী-পুত্র, মা-ছেলে আটক খুলনা

পাইকগাছায় এক বৃদ্ধের পা ভেঙ্গে দিলো স্ত্রী-পুত্র, মা-ছেলে আটক

পাইকগাছার রাড়ুলীতে স্ত্রী ও সন্তানদের পিটানীতে রুস্তম (৫০)  নামে  এক গৃহকর্তার পা ভেঙ্গে দেয়া হয়েছে। এ ঘটনায় রুস্তমের স্ত্রী শাহেদা (৩৮) ও ছেলে বাদশা (১৯) কে আটক করেছে পুলিশ। এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। অন্য ছেলে ইউনুস পালিয়ে গেছে। পুলিশ আহত রুস্তমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাত ১১ টায় রাড়ুলী গ্রামে তাদের বাড়ীতে।