Opu Hasnat

আজ ২৩ জুন বুধবার ২০২১,

ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫ ফরিদপুর

ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

ফরিদপুরে ছয়টি চোরাই মটর সাইকেলসহ পাচঁ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এর একটি দল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মধুখালী উপজেলার কামালদিয়া এলাকায় সাদ্দাম হোসেন (২৭) চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তার বাড়ীতে একাধিক চোরাই মটর সাইকেল আছে। এ তথ্য পাওয়ার পর পুলিশ সুপার এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে চোরাই মটর সাইকেল (চোরাই মালামাল) ক্রয় বিক্রয় ও নিজ নিজ দখলে রাখার অপরাধে সাদ্দাম হোসেন (২৭), বিপুল মোল্লা ওরফে দিপুল মোল্লা, ইলাহী মোল্লা (২৭), মোঃ শাহিন মোল্লা ওরফে বাহাউদ্দিন (৩৮), মোঃ তুহিন মোল্লা (২৭) গ্রেফতার করা হয়।

এসময় তাদের দখলে থাকা মোট ছয়টি চোরাই মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও তিনি জানান।