Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

খেয়া পারের টাকা না থাকায় সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় যুবকের মৃত্যু খুলনা

খেয়া পারের টাকা না থাকায় সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় যুবকের মৃত্যু

পাইকগাছায় খেয়াপারের টাকা না থাকায় নদী সাঁতার দিয়ে পার হওয়ার নদীতে ডুবে সুকুমার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার খড়িয়া বাসাখালীচকের পরিতোষ মন্ডলের ছেলে। সোমবার বিকেলে উপজেলার মিনহাজ নদীর চৌমুহনী খেয়াঘাট পার হওয়ার সময় পারাপারের টাকা না থাকায় সে সাঁতার দিয়ে পার হতে যায়। নদীর মাঝপথে যাওয়ার পর সে তলিয়ে যায়। এ সময় তার মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজন জানতে পেরে জাল টেনে তার লাশ উদ্ধার করে। 

লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন জানান, খেয়া মাঝি কাশেম আলী টাকা ছাড়া তাকে খেয়া পার না করায় সে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নেয়। 

পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।