Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে আদিবাসী কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ নেত্রকোনা

দুর্গাপুরে আদিবাসী কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবীরত প্রকল্প বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকদের দিনব্যপি প্রশিক্ষণ ও বিনামুল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক-কৃষাণীদের দিনব্যপি প্রশিক্ষণ শেষে বীজ বিতরণ করেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত উপ-পরিচালক মো. উমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, মো. কামরুজ্জামান, মো. আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে কৃষকদের ভুমিকা অপরিসীম। কৃষি বিষয়ে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করছেন। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে বিভিন্ন জাতের ফলদ চাড়া বিতরণ করা হয়। সরকারের এ কাজে সহায়তা করতে সকলকে আহবান জানান।