Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে তিলের পরিচিতি চাষাবাদ ও বিজ সংরক্ষন শীর্ষক প্রশিক্ষন কৃষি সংবাদরাজবাড়ী

রাজবাড়ীতে তিলের পরিচিতি চাষাবাদ ও বিজ সংরক্ষন শীর্ষক প্রশিক্ষন

রাজবাড়ীতে বিনা উদ্ভাবিত তিলের সম্প্রসারনযোগ্য জাত সমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরন, ও বীজ সংরক্ষন শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ পরমানু কৃষি ইনিস্টিটিউট ময়মনসিংহের আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ীর সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ীর প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ময়মনসিংহ জেলার বিনা প্রকল্পের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ময়মনসিংহ জেলার বিনা প্রকল্পের গবেষনা বিভাগের পরিচালক ড. মোঃ আব্দুল মালেক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ীর উপ পরিচালক কৃষিবিদ এস এম শহীদ নুর আকবর, বিনা ময়মনসিংহের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রোকনুজ্জামান, বিনা উপকেন্দ্র মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শোফাউর রহমান প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালায় বিনা উদ্ভাবিত তিলের সম্প্রসারনযোগ্য জাত সমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরন, ও বীজ সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্তত এক শত কৃষক ও কৃষানী অংশ গ্রহন করেন।