Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় ভিটামিন এ প্লাস কেম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরন সভা মাগুরা

মাগুরায় ভিটামিন এ প্লাস কেম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরন সভা

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল ও শিশু মৃত্যু প্রতিরোধে মাগুরায় ৫ জুন হতে ১৮ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের অবহিতকরন সভা বুধবার মাগুরা সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান বক্তৃতা করেন।

সভায় জানানো হয় মাগুরা জেলায় ০১ লক্ষ ১২ হাজার ৩৯১ টি শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচি সফল করতে মাগুরা জেলার ৪ উপজেলায় ৯৩৯ টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ০১ লাখ ২০ টি শিশু কে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৭১ টি শিশু কে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় ২১২ জন স্বাস্থ্য কমী ও ১৮৭৮ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করবে।