Opu Hasnat

আজ ২৭ জুলাই মঙ্গলবার ২০২১,

বোয়ালখালী ইউএনও’র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম

বোয়ালখালী ইউএনও’র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

সোমবার (৩১ মে) সকাল দশটায় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত  (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং বোয়ালখালীর অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য যে সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে নির্বাহী অফিসারকে পৃষ্ঠপোষক হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস ও সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী প্রমূখ।

আরও উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন উনি।