Opu Hasnat

আজ ১৮ জুন শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা রাজবাড়ী

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে তুষার শেখ (১৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার উচানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া গ্রামের আসলাম শেখের ছেলে।

এ ঘটনায় নিহত তুষারের আপন চাচাতো ভাই অভিযুক্ত বাধন শেখ (১৮) ও তার মা ফেরদৌসী বেগম (৪৫) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতরা পলাশ শেখের ছেলে ও স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসলাম শেখ ও তার ভাই পলাশ শেখের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।  তারই জেরে ধরে শনিবার সকালে তুষারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে মারা যান তিনি।

ঘটনা জানার পর অভিযুক্ত বাধন ও তার মা ফেরদৌসী বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ফরিদপুরে ময়নাতদন্ত শেষে আনা হবে। এ ঘটনায় এখনো থানায় অভিযোগ হয়নি।