Opu Hasnat

আজ ২৩ জুন বুধবার ২০২১,

ফরিদপুরে নন্দালয়ের সাড়ে চার’শ বস্তা চাউল বিতরণ ফরিদপুর

ফরিদপুরে নন্দালয়ের সাড়ে চার’শ বস্তা চাউল বিতরণ

ফরিদপুরে অসহায় সাড়ে চার’শ পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে পরিবার প্রতি এক বস্তা (২৫ কেজি) করে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পুরাতন বাসষ্টান্ডের রথখোলার নন্দালয় প্রাঙ্গনে চাউল বিতরণ করেন নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু ও তার ভাই ১৬ নং ওর্য়াডের কাউন্সিলর বিধান সাহা। 

নিজেদের অর্থায়নে ১৬ নং ওর্য়াডের অসহায় মানুষের জন্য এই চাউল বিতরণ করেন তারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর কাজী আলী আহসান কল্লোল, হারু কুমার সাহা, মিজান সেক কোটন, তৌহিদ সেক প্রমূখ। 

এর আগে গত ২৮ এপ্রিল নন্দালয় এর নিজ অর্থায়নে তিনশত পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল ও ৯ মে শাড়ী ও নগদ অর্থ বিরতণ করেন ১৬ নং ওর্য়াডের কাউন্সিলর বিধান সাহা ও নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু। 

এছাড়াও নন্দালয়ের কর্নধার বিশ্বজিৎ কুমার সাহা তনু করোনা কালীন সময়ের শুরু থেকে অসহায় মানুষের জন্য রেশন ও অর্থ বিতরণ করে আসছিলেন।