Opu Hasnat

আজ ২৩ জুন বুধবার ২০২১,

খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে জেলাব্যাপী ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়িতে ইদ সামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (১১ মে) সকালে জেলা সদরের খাগড়াপুর পুলিশ লাইন্স’র স্থায়ী মঞ্চে জেলার সদরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে ইদ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র জেলা শাখার সভাপতি ও জেলা পুলিশ সুপার মো: আব্দুল আজিজ’র সহ-ধর্মিণী আমিনা আফরোজ জেমি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও জেলা প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা।

 

এই বিভাগের অন্যান্য খবর