Opu Hasnat

আজ ২৩ জুন বুধবার ২০২১,

ফরিদপুরে নানা আয়োজনে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত ফরিদপুর

ফরিদপুরে নানা আয়োজনে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রোগিদের স্বাস্থ্যগত বিভিন্ন সেবাসহ নানা কর্মসূচি পালন করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান।  

এসময় উপস্থিত ছিলেন সন্ধ্যা মন্ডল, ফরিদপুর স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি ফেরদৌসি বেগম, সাধারন সম্পাদক আফসানা আক্তার শান্তা, সাংগঠনিক সম্পাদক কাকলী খাতুন, জান্নাতুল বীথি সহ কর্মরত নার্সরা।  

পরে করোনা ওর্য়াডে ফল ও তাদের মনশক্তি বাড়াতে গান ও নাচের আয়োজন করেন নার্সরা।