Opu Hasnat

আজ ১৬ জুন বুধবার ২০২১,

বিষখালী নদী থেকে ২৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ ঝালকাঠি

বিষখালী নদী থেকে ২৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠির বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জেলা মৎস্য বিভাগ। সোমবার দুপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ আওতায় ঝালকাঠি জেলার বিষখালি নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে  ২৫হাজার মিটার কারেন্ট আটক করা হয়। অভিযানে অংশ নেন  জেলা মৎস্য কর্মকর্তা রিপন কৃষ্ণ ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ), ঝালকাঠি সদর মো. শহিদুল ইসলামসহ ঝালকাঠি সদর থানার পুলিশের একটি দল, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীবৃন্দ।

অভিযানে আটক করা ২৫হাজার মিটার কারেন্ট জাল সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নন  জেলা মৎস্য কর্মকর্তা রিপন কৃষ্ণ ঘোষ।  

 

এই বিভাগের অন্যান্য খবর