Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

পিয়ার আলী ডিগ্রি কলেজ রোভার গ্রুপের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ গাজীপুর

পিয়ার আলী ডিগ্রি কলেজ রোভার গ্রুপের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘মানুষের জন্য স্কাউট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ছিন্নমূল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে।

সোমবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল শিশু-কিশোরের মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।

কলেজের শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রতি বছরই নানাভাবে দূস্থ মানুষের পাশে দাঁড়ায় পিয়ার আলী কলেজের রোভার স্কাউটরা। কখনো গৃহহীনকে ঘর নির্মান করে দেয়া, ছিন্নমূলকে খাদ্যও বস্ত্র দান, আবার কখনো অসহায় কৃষকের জমির ধান কেটে দেয় তারা।