Opu Hasnat

আজ ১৬ জুন বুধবার ২০২১,

পাইকগাছায় উলুবুনিয়া খাল সিডিউল মোতাবেক খননের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত খুলনা

পাইকগাছায় উলুবুনিয়া খাল সিডিউল মোতাবেক খননের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া খাল খনন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং সিডিউল মোতাবেক খননের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। 

বৃহস্পতিবার বিকালে লতা ইউনিয়নের শামুকপোতা বাজারের মন্দিরের সামনে ইউপি সদস্য কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলমগীর খলিফা, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আবু মুসা, জয়ন্ত সরকার, দিলীপ দাশ, দীপক রায়, উদয় সানা, সঞ্জয় সরকার প্রমুখ। বক্তারা খালটি সরকারী সিডিউল মোতাবেক খননের দাবী জানান।