Opu Hasnat

আজ ১৮ জুন শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

মাগুরা ২৫০ বেড হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘোষনা মাগুরা

মাগুরা ২৫০ বেড হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘোষনা

রবিবার থেকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষনা করা হয়েছে মাগুরা ২৫০ শয্যার সদর সদর হাসপাতালকে।  রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম এর প্রেরিত এক নির্দেশনায় এ ঘোষনা জানা গেছে। এখন থেকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো: দীন-উল ইসলাম জানান- এ ঘোষনার ফলে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব স্থাপনা তৈরী সম্পন্ন না হওয়া পর্যন্ত মেডিকেলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাসপাতালের সাথে সমন্বিতভাবে চিকিৎসায় সহায়তা করতে পারবেন। ফলে মাগুরার মানুষ আরও নিবিড় ও উন্নতমানের স্বাস্থ্য সেবা পাবেন। অন্যদিকে মেডিকেলের ছাত্রছাত্রীরাও শিক্ষকদের সাথে রোগীদের সেবা দানের মাধ্যমে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। তিনি এ কার্যক্রমে সকলকে সহায়তার জন্য অনুরোধ করেন।