Opu Hasnat

আজ ১৬ জুন বুধবার ২০২১,

পাইকগাছায় অবাধ্য সন্তানের বিরুদ্ধে পিতার সাংবাদিক সম্মেলন খুলনা

পাইকগাছায় অবাধ্য সন্তানের বিরুদ্ধে পিতার সাংবাদিক সম্মেলন

পাইকগাছায় অবাধ্য সন্তানের বিরুদ্ধে পিতার সাংবাদিক সম্মেলন করেছে। উপজেলার কালুয়া গ্রামের কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্য বলেন, তার দু’পুত্রের মধ্যে ছোট পুত্র মশিউর রহমান (২৭) একজন অপকর্ম, কু-কর্মের হোতা ও অসামাজিক ব্যক্তি। আমি ও আমার পরিবার তাকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করে আসছি। তার অপকর্মের ফলে আমি ও আমার পরিবার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন আর্থিক ক্ষতি হয়েছি। আমার সন্তান অবাধ্য হওয়ায় সে এহেন অপকর্ম  করে এর দায়ী ভার আমি ও পরিবার দায়ী ভার নেবে না। তাই এলাকাবাসী ও প্রসাশনের অবগতির জন্য এ সাংবাদিক সম্মেলন।