Opu Hasnat

আজ ১৩ মে বৃহস্পতিবার ২০২১,

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী বাজার  কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজের আগে বজ্রযোগিনী বাজার  কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের মধ্যে এ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

বজ্রযোগিনী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শহিদুল ইসলামের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীর মধ্যে এ পবিত্র কোরআন শিক্ষা প্রদান করা হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও পোষাক বিরতণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নের চুড়াইন মাদ্রাসার সাইখুল হাদিস হযরত মাওলা শামছুল আলম, মসজিদ কমিটির সভাপতি ইসমাইল মুন্সী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কনক, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ফরহাদ হোসেন।

পরে ওই এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আমির হোসেন বাবুলের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।