Opu Hasnat

আজ ১৩ মে বৃহস্পতিবার ২০২১,

ফরিদপুরে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কর্মসূচি ফরিদপুর

ফরিদপুরে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কর্মসূচি

ফরিদপুরে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ৪২ হাজার টিকা এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলায় ও উপজেলায় একযোগে শুরু করা হবে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি। যথারীতি প্রথম ডোজ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সব জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এ বিষয়ে পুরোপুরি তৈরি।  

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে করোনার দ্বিতীয় ডোজের ৪২ হাজার টিকা এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার ৯টি উপজেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে।