Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নিবন্ধিত হলো সৈয়দপুরের সংগঠন ‘সেতুবন্ধন' নীলফামারী

নিবন্ধিত হলো সৈয়দপুরের সংগঠন  ‘সেতুবন্ধন'

নীলফামারীর সৈয়দপুরের বহুল পরিচিত বন্যপ্রাণী ও পরিবেশবাদী সামাজিক সংগঠন “সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে। যার নিবন্ধন নং- (নীল/সৈয়দ/৪৬৪)।

বুধবার (৩১ মার্চ ) নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয় থেকে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সদস্যরা। নীলফামারী জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুশরাত ফাতেমা ওই সনদপত্র তুলে দেন সেতুবন্ধন সদস্যদের হাতে। এর আগে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছিল সেতুবন্ধন, পাশাপাশি সেতুবন্ধন পাঠাগারও নিবন্ধিত। এর মাঝে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সেতুবন্ধন।

এ সময় সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, সহ-সভাপতি খুরশিদ জামান কাকন, বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর সম্পাদক কুরবান আলী, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিব হাসান, অর্থ সম্পাদক মামুন হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু, কার্যকরী সদস্য সোহেল রানা, ইয়াসিন আলী প্রমুখ।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন “সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা” নিবন্ধিত হওয়ায় সংস্থার উপদেষ্টা ও সদস্যদের মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে। 

এই বিভাগের অন্যান্য খবর